বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এ এক অভিনব প্রতিবাদ। দিন দিন মানুষের প্রতিবাদের ধরন যাচ্ছে পাল্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে ডাক্তারদের হাতে ছিল প্রতীকী মেরুদন্ড ও গোলাপ ফুল।
জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, “না, কোনও সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে পুলিশ কমিশনারের অপসারণ বা পদত্যাগ” চান তাঁরা। তাই প্রতিকী মেরুদণ্ড আর গোলাপ নিয়ে মিছিল শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। দুপুর দুটো থেকে শুরু হয়েছে এই মিছিল। এদিনও ব্যাপক পুলিশি নিরাপত্তা দেখা যায়।
সেপ্টেম্বরের শুরুতেই এবার লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা। হাতে গোলাপ নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন তাঁরা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গোলাপ দিয়ে বিদায় জানাতে চান জুনিয়র ডাক্তাররা।
এদিকে চিকিৎসকদের এই আন্দোলনের কর্মসূচির কথা মাথায় রেখেই ফিয়ার্স লেন ঘিরে ফেলেছে বিশাল পুলিশ বাহিনী। মূলত, দু’ভাবে ব্যারিকেড করা হয়েছে। একই ভাবে ব্যারিকেডের কাছে নজর রাখতে বসানো হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা। একটা বিষয় ঠিক বড়ো কোনো গন্ডগোল হলে তা ওই ফুটেজে ধরা থাকবে। কিন্তু যদি গন্ডগোল পুলিশের পক্ষ থেকে হয়, তাহলেও কিন্তু তা ধরা থাকবে ওখানে।