বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাজকে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দেন। তারপর থেকেই বিভিন্ন কলেজে TMCP আর জি কর কাণ্ডের প্রতিবাদে মিটিং মিছিল করছে।
শুক্রবার বিকেলে দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এক মিছিলের আয়োজন করে। সেই মিছিলে না যাওয়ায় কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে বাথরুমে আটকে রাখার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। শুক্রবার দিনহাটা কলেজের এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। ওই ছাত্রী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল অসুস্থ ওই ছাত্রীটিকে কলেজে গিয়ে দেখেও এসেছেন। কিন্তু কোনো আজ্ঞাত কারণে তিনি এ বিষয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি।
অভিযোগ, শুক্রবার বিকালে দিনহাটা কলেজে আরজি কর কাণ্ড নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল ছিল। বেশ কিছু ছাত্রী ওই মিছিলে যেতে অস্বীকার করায় তাদের কলেজের বাথরুমে আটকে রাখা হয় বলে অভিযোগ। সেই সময় সেখানে হঠাৎই প্রথম বর্ষের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের চিৎকারে বাইরের দিক থেকে দরজা খুলে দেওয়া হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ হাসপাতালে গিয়ে ওই ছাত্রী সঙ্গে কথা বলেন। কলেজে তার সঙ্গে কী ঘটনা ঘটেছিল তা ওই ছাত্রী পুলিশকে খুলে বলেন। অবশ্য TMCP সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।