বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বুধবার বিজেপির ডাকে ১২ ঘন্টা বনধ শুরু হয়েছে। সকল থেকেই চারি দিক থেকে গন্ডগোলের খবর আসছে। কোচবিহারে সকালেই ব্যাপক বচসায় জড়িয়ে পরে বিজেপি ও পুলিশ।
কোচবিহারে বনধ পালন করতে গিয়ে আটক দুই বিজেপি বিধায়ক। তাদের জোর করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। উত্তপ্ত পরিস্থিতি। এলাকায় মোতায়েন বিশাল সংখ্যক পুলিশ। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। কিন্তু রাস্তায় তেমন কোনো গাড়ি দেখা যাচ্ছে না। বিজেপি সমর্থকরা বনধের সমর্থনে রাস্তায় মিছিল করছে।
মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে এই বনধ। ভোর ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধ পালন করা হবে বলেই জানিয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ দিন সকালে কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের নতুন বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ অবস্থানে বসে বিজেপি কর্মী-সমর্থকরা। বাসের সামনে বসে পরে স্লোগান দিতে থাকেন তাঁরা। সরকার ও তৃণমূল এই বনধ ব্যর্থ করতে পথে নেমেছে। ফলে বহু জায়গায় উত্তেজনা তৈরী হচ্ছে। ময়দানে নামে পুলিশ। আটক করা হয় তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় ও কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে-কে । বিজেপির কর্মী-সমর্থকদের টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। জড়ো হয়ে যায় বহু বিজেপি সমর্থক। তাদের সাথে পুলিশ কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ বিষয়টাকে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।