বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সন্দেশখালির বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছিল বেড়মজুরে। ভগ্নপ্রায় সেই কাঠপোল পেরিয়ে গ্রামবাসীদের কাছে পৌঁছতে গিয়ে পড়ে গিয়েছিলেন সরকারি আধিকারীক। আয়লায় সময় ভেঙে গিয়েছিল সেই কাঠের সেতু। গ্রামের বাসিন্দারা কোনও মতে জোড়া দিয়ে পারাপার করছিলেন।
ছোট্ট একটা কাঠের সাঁকো সেটা সারাইয়ের প্রয়োজন মনে করেননি গ্রামের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এসডি-বিডিও কেই। গ্রামের বাসিন্দারা নাকি অনেকবার আর্জি নিয়ে গিয়েছিলেন। কিন্তু কেউ কোনও গুরুত্বই দেননি। হঠাৎ করে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে তৎপরতা।
রাতারাতি কী এমন ঘটল ২০০৯ সাল থেকে যে কাঠের পুল সারানোর প্রয়োজন মনে করেনি প্রশাসন সেটা সারাইয়ের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। কাঠপোল সাইয়ের তৎপরতা নিয়ে গ্রামবাসীরা বললেন, আন্দোলন না করলে কাজ হয় না। একটা কাঠের সেতু সারাতে এতোবছর অপেক্ষা করতে হল গ্রামবাসীদের। তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেেছ।
১৫ বছর ধরে গ্রামবাসীদের আর্জির কর্ণপাত করেননি শাহজাহানরা। বেড়মজুরের বাসিন্দারা শেখ সিরাজের দরজায় পর্যন্ত আর্জি জানিয়েছিলেন। কিন্তু সন্দেশখালির বাঘ তাঁদের আর্জিতে কর্ণপাত করার প্রয়োজন মনে করেনি। ক্ষোভের আগুনে এখন পু়ড়ছে বেড়মজুর। এদিকে আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতের জন্য কিন্তু টাকা এসেছিল। সেই টাকা কোথায় গেল?
গত কয়েকদিনে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালির বেড়মজুর। গ্রামের মহিলারা রাস্তায় ঝাঁটা লাঠি নিয়ে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। শাহজাহান শেখ এবং তার দলবল বিঘের পর বিঘে জমি দখল করে নিয়েছে। ফলন্ত জমিতে নোনা জল ঢুকিয়ে ফসল নষ্ট করে জমি দখল করে সেখানে ভেড়ি তৈরি করেছে। প্রতিবাদ করতে গেলে দিনের পর দিন চলেছে মারধর।
শুধু কাঠপোলের বাঁশের সেতুরই যে দূরাবস্থা নয় কাঠপোলেরক পাশের গ্রাম দঙ্গলপাড়ারক আইসিডিএস কেন্দ্রটিও শাহজাহানের দলবল দখল করে নিয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান তপন সর্দার সেই আইসিডিএস কেন্দ্রটি দখল করে সেখানে গরু-ছাগল রাখার জায়গায় পরিণত করেছে। সেখানে আর গ্রামের শিশুরা পড়াশোনা করতে পারে না। এতোটাই অস্বাস্থ্যকর পরিবেশ। এবার গ্রামের মহিলারা সেই আইসিডিএস কেন্দ্রটি সারিয়ে তোলার দাবিতে পথে নেমেছেন।
আয়লায় ক্ষয়ক্ষতি সারাই জন্য কেন্দ্র থেকেও টাকা এসেছিল। সেই সব টাকা তাহলে কোথায় গেল। গ্রামবাসীদের ক্ষোভে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি টাকা গুলো লোপাট গেল। কোথায় গেল আয়লার ত্রাণেরক টাকা।