বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এতদিন ধরে দীর্ঘ জেরা করেও CBI তেমন কোনো সিদ্ধান্তে এখন পর্যন্ত পৌঁছাতে পারে নি বলেই নাগরিক মহলের ধারণা। এই অবস্থায় বিচার চেয়ে যারা রাস্তায়, তারা ধৈর্য হারিয়ে ফেলছেন। এই পরিস্থিতিতে শনিবার পলিগ্রাফ টেস্টে বসানো হবে ডাক্তার বাবুকে।
অন্যদিকে হাইকোর্টের নির্দেশে এদিনই আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত নথি হস্তান্তর করে সিট। সিবিআইয়ের হাতে নথি তুলে দেয় তারা। অন্যদিকে আজই সন্দীপের পলিগ্রাফ টেস্ট হবে সিবিআই দফতরে। সকাল থেকে শুরু তোড়জোর। সকলেই ব্যস্ত ওই টেস্টের জন্য। মানুষ উদ্বিগ্ন হয়ে জানতে চাইছেন টেস্টের রিপোর্ট।
আজ নিয়ে টানা ৯ দিন তিনি হাজিরা দেন CBI দপ্তরে। নাস্তানাবুদ হয়ে গেছে CBI এর অফিসারেরা। জিজ্ঞাসাবাদের ১০০ ঘণ্টা পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুক্রবারও সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অনেকটা হতাশ হয়েছেন তিলোত্তমার বাবা-মা। হাইকোর্টের নির্দেশ ছিল শনিবার সকাল ১০টার মধ্যে মামলার যাবতীয় নথিপত্র সিবিআইকে হস্তান্তর করতে হবে। সকাল সাড়ে ৯টা নাগাদ তারা সমস্ত নথি তুলে দিয়েছে CBI এর হাতে।