বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তর পাড়া শক্তিসং দিয়ে শুরু। এবার কিন্তু লাইনটা অনেকটা বেড়ে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোনো মহিলা পরিচালিত পুজো কমিটি এই প্রথম রাজ্যের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করলো।

প্রত্যাখ্যান করলো তারকেশ্বরের আস্তারা গ্রামের একটি পুজো কমিটি। ‘মা শরৎজননী দুর্গা উৎসব পূজা কমিটি’ নামে মহিলাদের ওই পুজো এ বার পাঁচ বছরে পা দিচ্ছে। আগে প্রতি বছরই তারা সরকারি অনুদান পেয়েছে। এ বার পুজো কমিটিগুলির সরকারি অনুদান ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও ওই পুজো কমিটি এ বার অনুদানের জন্য আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মাথা খুব স্পষ্ট – যেখানে জীবিত দুর্গা বিচার পাচ্ছে না সেখানে তারা দুর্গা পুজোর জন্য সরকারের কাছ থেকে কোনো অনুদান নেবে না।

এর আগেই ওই পুজো কমিটির সদস্যরা সমস্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিল। আর সোমবার সন্ধ্যায় ওই পুজো কমিটির পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে আরজি কর-কাণ্ডের
প্রতিবাদ জানানো হয় পুজো মণ্ডপের মাঠে। পুজো কমিটির সদস্য চৈতালি জানা বলেন, ‘‘আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, তার বিচার চাই। যে ভাবে জ্যান্ত দুর্গাকে মারা হয়েছে, তারই প্রতিবাদে আমরা এ বছর সরকারি অনুদান নেব না। অপরাধীদের কঠোর শাস্তি হওয়াটা খুবই প্রয়োজন।’’এই নিয়ে অবশ্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিজেপি তৃণমূলের রাজনীতি। তবে এভাবে সরকারি অনুদান প্রত্যাখ্যান করা শুরু হলে তা সরকারের পক্ষে খুবই উদ্বেগের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *