বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:৫ তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তার পরে দেশের মধ্যে এক আরাজক পরিস্থিতি তৈরী হয়। আক্রমন করা হয় আওয়ামি লিগের নেতা কর্মীদের উপর।

সেই প্রেক্ষিতে হাসিনে একটি খোলা চিঠিতে দেশবাসীকে জানান, তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরছেন। আর ঠিক সেই মুহূর্তেই তাঁর বিরুদ্ধে খুনের মামলা করা হলো আদালতে। ছাত্র বিক্ষোভ চলাকালীন, রাজধানী ঢাকার মহম্মদপুরে, আবু সায়েদ নামে এক মুদি-দোকানিকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতেই আওয়ামি লিগ সভাপতি তথা সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ছয়জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হল। শেখ হাসিনা ও বাকিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করতে চেয়ে আবেদন করেছেন আমির হামজা নামে ওই দোকানির এক আত্মীয়। শঙ্কিত হয়েছে হাসিনা স্বয়ং ও আওয়ামি লিগের নেতা কর্মীরা।

খবরে প্রকাশ, মঙ্গলবার ঢাকার এক আদালত সেই আবেদন গ্রহণ করে শেখ হাসিনা ও ওই ছয়জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, রাজেশ চৌধুরী। এদিনই মহম্মদপুর থানায় মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসিনা ছাড়াও এই মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে আওয়ামি লিগের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, তথা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের প্রাক্তন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আরও চার প্রভাবশালী পুলিশ কর্তা। এখন দেখার এর পরে হাসিনা কোন পদক্ষেপ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *