বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে বাংলার একাধিক স্টেশনের মান উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সেই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের ২৪ ঘন্টার মধ্যেই ফের ট্রেন বাতিলের খবর। মুর্শিদাবাদ (Murshidabad)-আজিমগঞ্জ (Azimganj) লাইনে বেশ কিছু কাজ হবে।
আর এই কাজের জন্য একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব রেলের (Indian Rail) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে তিনদিন মুর্শিদাবাদ (Murshidabad)-আজিমগঞ্জ (Azimganj) লাইনে কাজ করা হবে। আর এই কাজের জন্য দফায় দফায় পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক করা হবে রেলের তরফে জানানো হয়েছে। আর সেই জন্য আজ মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার একাধিক লোকাল ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে বলে জানা গিয়েছে।
এক ধাক্কায় এতগুলি ট্রেন বাতিলের সিদ্ধান্তে চরম অস্বস্তিতে পড়বে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। যদিও এজন্য রেলের তরফে যাত্রীদের কাজে আগাম ক্ষমা চেয়ে নিয়েছে। তবে এই কাজের ফলে আগামীদিনে রেল পরিষেবা আরও মসৃণ হবে বলে রেলের তরফে দাবি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কবে কোন ট্রেনগুলি বাতিল থাকছে-
কোন লোকাল ট্রেনগুলি বাতিল থাকছে-
(পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি সম্পূর্ণটা তুলে ধরা হল)
Cancellation of EMU Locals on 27.02.2024: (Tuesday)
From Azimganj: 03085, 03057, 03087, 03093, 03065, 03068, 03098, 03090
From Katwa: 03059, 03083, 03097, 03089, 03067, 03055
From Nalhati: 03086
From Nimtita: 03060, 03058
From Rampurhat: 03094, 03088, 03084, 03070
From Ahmadpur: 03056
Cancellation of EMU Locals on 28.02.2024: (Wednesday)
From Azimganj: 03057, 03087, 03093, 03065, 03068, 03098, 03090, 03042
From Katwa: 03059, 03083, 03097, 03089, 03067, 03055, 03041
From Nalhati: 03086
From Nimtita: 03060, 03058
From Rampurhat: 03084, 03070
From Ahmadpur: 03056
Cancellation of EMU Locals on 29.02.2024: (Thursday)
From Azimganj: 03057, 03042
From Katwa: 03041
From Nimtita: 03060
বলে রাখ প্রয়োজন, কার্যত প্রত্যেক মাসেই শনি এবং রবিবার একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) অভ্যাসে পরিণত। শিয়ালদহ এবং হাওড়া, দুই ডিভিশনে একই ছবি প্রত্যেক সপ্তাহে। রক্ষণাবেক্ষণের কথা বলে এই কাজ করা হয়। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে সাধারণ মানুষকে।