বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে ডামাডোল চলছে। ইতিমধ্যে অনন্ত ৩০০ জনের প্রাণ গেছে। প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে ভারত কিছুটা হলেও জড়িয়ে পরেছে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার সঙ্গে।

তার প্রধান কারণ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া। তা নিয়ে বিতর্ক চলেছে অনেক। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের বাণিজ্যক সম্পর্কের উপর প্রভাব পরা স্বাভাবিক।

সামনে রয়েছে দুর্গাপুজো। আর কিছু দিন পরেই বাংলা জুড়ে শুরু হয়ে যাবে দুর্গাপুজোর আনন্দ। আর দুর্গা পুজোতে ইলিশ মাছ খাবার বাঙালিদের চল রয়েছে। এহেন অবস্থায় প্রশ্ন উঠছে, এপারে কি এবার পদ্মার ইলিশ আসবে? রবিবার অবশেষে সব প্রশ্নের উত্তর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণী ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, আগে দেশের মানুষ ইলিশ পাবে। তারপর রফতানি। শেখ হাসিনার আমলে প্রতি বছরই পুজোর সময়ে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিতেন তিনি। কিন্তু এ বছর পুজোতে হয়তো ইলিশ আসবে কিন্তু পরিমাণে অনেক কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *