বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রোজভ্যালি সহ বিভিন্ন চিট ফান্ডের টাকা ফেরৎ দিতে উদ্যোগ নিয়েছে সরকার। যারা রোজভ্যালিতে টাকা বিনিয়োগ করে সর্বস্ব হারিয়েছেন, তাদের ব্যাংক একাউন্টে টাকা ফেরৎ যাবে বলেই খবর।

হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দিতে। সেই নির্দেশ মতো, টাকা ফেরতের আবেদনের প্রক্রিয়াও শুরু হয়েছে। সূত্রের খবর, এই ব্যাপারে একটি ওয়েবসাইটে খোলা হয়েছে। সেখানে আমানতকারীরা গিয়ে আমানত ফেরত পাওয়ার জন্য নথি দিয়ে আবেদন জানাতে পারবে। নথি যাচাইয়ের পর আমানতকারীদের প্রাপ্য হিসাব করা হবে। তারপর সেই অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে বলে।

কিভাবে ও কখন টাকা ফেরৎ পাওয়া যাবে তা নিয়ে একটা বিজ্ঞাপ্তি প্রকাশ পেয়েছে। বলা হয়েছে, আমানতকারীদের টাকা ফেরত দিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র তরফে একটি সম্পদ নিষ্পত্তি কমিটি (এডিসি) গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমেই রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের আবেদন জানানো হচ্ছে। রোজ ভ্যালির ফিল্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সঞ্জীব সাহা এই তথ্য জানিয়েছেন সাংবাদিকদের। সঞ্জীব আরও জানিয়েছে, রোজ ভ্যালির আমানাতকারীরা Rose Valley Assets Disposal Committee-এর ওয়েবসাইটের মাধ্যমে তাঁদের আমানাত ফেরতের জন্য আবেদন করতে পারবেন। www.rosevalleyadc.com ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে আমানতকারীদের। ‘ইনভেস্টার্স’ ও ‘আপলোড সার্টিফিকেট’ এই দু’টি সেকশনে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে। তথ্য অনুযায়ী প্রায় ৬০ লাখ মানুষ রোজ ভ্যালিতে টাকা জমা রেখেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *