বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর হাসপাতাল কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। কলকাতার নামকরা হাসপাতালে ধর্ষণ, খুনের ঘটনা ঘটেছে। সঞ্জয় রায় নামে এক সিভিক পুলিশ গ্রেফতার হয়েছে। ঘটনা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়ছে। হাসপাতালের চিকিৎসক, রোগী, রোগীর বাড়ির পরিজনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজ্য সরকারকে এই ঘটনায় বিঁধছে বঙ্গ বিজেপি। ঘটনার যথাযত তদন্ত ও দোষীদের গ্রেফতার – শাস্তির দাবি জানাচ্ছে বিজেপি৷ এই অবস্থায় দিল্লিতে চিঠি লিখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার।
রাজ্যে এই মুহূর্তের সব থেকে বড় ইস্যু আর জি কর হাসপাতালের ঘটনা। কোনও ভাবেই এই বিষয়কে ছেড়ে দিতে রাজি নয় বঙ্গ বিজেপি। পুলিশ প্রশাসন জড়িয়ে গিয়েছে এই ঘটনার সঙ্গে। সিভিক ভলেন্টিয়ার জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনে অভিযুক্ত। সিভিক ভলেন্টিয়ারের প্রভাব প্রতিপত্তির কথাও শোনা যাচ্ছে। তিনি প্রভাব খাটিয়ে পুলিশ ব্যারাকে থাকতেন। পুলিশের বাইক ব্যবহার করতেন। জানা গিয়েছে, পুলিশের ইউনিয়নের সঙ্গে এই ব্যক্তির ভালো যোগাযোগ ছিল। তার মাধ্যমেই এত বেশি প্রভাব তৈরি করে ফেলা।
পুলিশের ইউনিয়নের ভূমিকা নিয়ে তুলেছেন সুকান্ত মজুমদার ।মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পুলিশের সম্পত্তি বাড়ার বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সরকারি হাসপাতালে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।
জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি। এছাড়াও তিনি এখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সে কারণেই তাঁকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় দল পাঠাতে আবেদন করেছেন সুকান্ত।
শুধু তাই নয়, রাজ্যের অন্য সব হাসপাতালগুলির কী অবস্থায় রয়েছে? তা দেখার জন্য কেন্দ্রীয় টিম পাঠানোর দাবি তোলা হয়েছে। রাজ্যের সব সরকারি হাসপাতাল কেন্দ্রীয় টিম ঘুরে দেখুক। পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দাখিল করুক। আর জি করের ঘটনার জন্য নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সেই কারণে সিবিআই তদন্ত দেওয়া হোক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে এই বিষয়ে গুরুত্ব দিতে অনুরোধ করেছেন।