বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দুটি চোখ ইতিমধ্যে প্রতিস্থাপন করা হয়ে গেছে দুজন মানুষের চোখে। চিকিৎসার নিয়ম অনুযায়ী আর দু’এক দিন পর থেকেই তারা তাঁর চোখে দেখবেন পৃথিবীর আলো – এ আনন্দ রাখার জায়গায় নেই।
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের চোখের কর্নিয়া ছিল ভাল, তাই কোনও অস্ত্রোপচার করাননি। সে কারণেই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের (Age Related Macular Degeneration) মতো চোখের সমস্যা থাকার পরও তাঁর চোখের কর্নিয়া প্রতিস্থাপন যোগ্য, জানাল রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি বা আরআইও (RIO)। স্বাভাবিকভাবে রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির তরফে দুপুরে চক্ষু সংগ্রহের পর থেকেই তা প্রতিস্থাপনের যোগ্য কি না তা নিয়ে সংশয় ছিল। কিন্তু পরে তাঁরা সিদ্ধান্তে আসে যে ওই চোখ প্রতিস্থাপণ সম্ভব।
হসপিটাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতেই একজনের চোখে সেই কর্নিয়া প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার হয়। শুক্রবার সকালে আরেকজনের চোখে কর্নিয়া প্রতিস্থাপিত হয়েছে। চিকিৎসক গৌতম ভাদুড়ি আরআইও’র অধিকর্তা থাকাকালীন চোখের চিকিৎসায় সরকারি উৎকর্ষ কেন্দ্রে চোখ দেখাতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালেই প্রাক্তন মুখ্যমন্ত্রী যে চিকিৎসা করাতেন সেই প্রসঙ্গ টেনে আরআইও’র এক শীর্ষ কর্তা বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্নিয়ার সফল প্রতিস্থাপনে আমরা গর্বিত।” ওনার চোখ দিয়ে এখন এই সুন্দর পৃথিবীকে দেখতে পাবেন দুজন মানুষ।,