বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দেশের নিরাপত্তার কথা ভেবে খুবই উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ থেকে ক্রমাগত উদ্বাস্তুরা এসে ভিড় করছে ভারতের বিভিন্ন প্রান্তে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আধার কার্ডের বৈধতা নিয়ে। আদালত বৃহস্পতিবার স্পষ্ট বলেছেন, আধার কার্ড কখনো নাগরিকত্ব প্রমাণ করে না।

আধার কার্ড শুধুমাত্র সরকারি পরিষেবা প্রদান ব্যবস্থাকে সরলীকরণ করার জন্য ব্যবহার করা যেতে পারে। এক পর্যবেক্ষণে একথা জানাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। লোকসভা নির্বাচনের আগে হঠাৎ রাজ্যের বেশ কিছু বাসিন্দার আধার কার্ড বাতিল হয়ে যায়। আধার কর্তৃপক্ষের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় NRC বিরোধী জয়েন্ট ফোরাম। সেই জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। আদালত জানায়, আধার কার্ড সরকারি কাজে ব্যবহার করার জন্য।

আদালত জানায় , আধার কার্ড না থাকলে নাগরিকত্ব থাকলো না এমন ভাবার কোনো কারণ নেই। শুধুমাত্র সরকারি পরিষেবা প্রদানের প্রক্রিয়া সরল করতে এই কার্ড ব্যবহার করা যেতে পারে। এই মামলায় কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে জানানো হয়েছিল, দেশের নিরাপত্তার কথা ভেবে যে সমস্ত ব্যক্তির কাছে এদেশের নাগরিকত্ব প্রমাণের জন্য পর্যাপ্ত নথি নেই তাদের আধার বাতিল করা হয়েছিল। যেভাবে আধার কার্ড বাতিল করা হয়েছে তার সাংবিধানিক বৈধতা রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, যে আইনে কোনও ব্যক্তির নাগরিকত্ব যাচাইয়ের অধিকার আধার কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে তা ২০২৩ সালে পাশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *