বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জ্বলছে আগুন বাংলাদেশে। মঙ্গলবার মহম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে একটা অন্তরবর্তী সরকার গঠনের কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু গত প্রায় ২ মাস ধরে কোটা বিরোধী আন্দোলনের ফলে মার খাচ্ছে কোলকাতার হোটেল ব্যবসা।
সারা বছরই বাংলাদেশ থেকে প্রচুর নাগরিক ভারতে আসেন। অধিকাংশ আসেন চিকিৎসা করাতে। বাকি ব্যবসায় সংক্রান্ত কাজে ও ভ্রমণের জন্য। বাংলাদেশিরা এদেশে এলে তাঁদের ঠিকানা হয়ে ওঠে নিউমার্কেট এলাকার সদর স্ট্রিট, মারকুইস স্ট্রিট। এখানে হোটেল, পরিবহণ ব্যবসা পুরোটাই বাংলাদেশি রোগী ও পর্যটকদের উপরই নির্ভর করে চলছে। হঠাৎ করে বাংলাদেশে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠা ও হাসিনা সরকারের পদত্যাগের আঁচ এসে পড়েছে মারকুইস স্ট্রিট, সদর স্ট্রিটে। কিন্তু এখন এই মাস খানিক ধরে বাংলাদেশের মানুষ আর আসছে না।
মাথায় হাত পড়েছে হোটেল ব্যবসায়ীদের। সদর স্ট্রিটে বেঙ্গল ট্রাভেল সার্ভিস-এর প্রোপ্রাইটার মহম্মদ নাসিম বলেন, বাংলাদেশিদের উপর নির্ভর করে চলে আমাদের ব্যবসা। সে দেশে আন্দোলন শুরু হতেই টিকিট বুকিং কমে গিয়েছিল। অনেকে অগ্রিম বুকিং করেও বাতিল করে দিয়েছে। প্রায় ৬০ শতাংশ ব্যবসা মার খেয়েছে। পর্যটক বুকিং তো একদমই ছিল না। বাংলাদেশি রোগীদের জন্য কিছু বুকিং হচ্ছিল। কিন্তু এখন সে দেশের সঙ্গে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। তারমধ্যে আন্দোলনকারীদের একাংশ ভারত বিরোধী শ্লোগান দেওয়া শুরু করেছে। ফলে ভবিষ্যতে কতদিন চলবে এই সমস্যা তা নিয়ে চিন্তিত তারা।