বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শ্রাবণ মাস মানেই মহাদেব ভক্তদের তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালা। স্বাভাবিক কারণেই এই সময় ট্রেনে ভিড় বেশি হয়।
সেই ভক্তকুলের সঙ্গেই মঙ্গলবার সন্ধ্যায় হাতাহাতি হয়ে গেলো শেওড়াফুলি স্টেশনে একদল নিত্যযাত্রীর। খবরে প্রকাশ, নেশাগ্রস্ত অবস্থায় কয়েক জন ট্রেনে ওঠেন। তাঁরা একটি কামরায় বসে ধূমপান করছিলেন। তাই নিয়ে শুরু হয় অশান্তি। শেওড়াফুলি জিআরপির সূত্রে খবর, তারকেশ্বর থেকে ফিরছিল ভক্ত এবং পুণ্যার্থীদের একটি দল। তারা কলকাতার কালীঘাট থেকে এসেছিল। তারকেশ্বর লোকাল রাত ৮টা নাগাদ শেওড়াফুলি স্টেশনে ঢুকতেই ট্রেনে দুই পক্ষের যাত্রীর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কামরা থেকে কয়েক জনকে টেনে নামিয়ে দেওয়া হয়। চলে মারধর। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় তারকেশ্বর লোকাল ট্রেনে অশান্তির সূত্রপাত হয়। নিত্যযাত্রীদের সঙ্গে শ্রাবণী মেলায় আসা কয়েক জন যাত্রীর বচসা শুরু হয়। শেওড়াফুলি স্টেশনে আসা মাত্র কয়েক জনকে ট্রেন থেকে নামিয়ে মারধর করতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। বেশ কিছু ক্ষণ ধরে মারামারি চলার পর রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমন ঘটনা মাঝে মাঝেই ঘটে এই সময়। মহাদেবের ভক্ত বলে কথা! গাঁজা-ভাঙ নাকি শিব পূজার অঙ্গ। রেল পুলিশ মোট ৮ জনকে আটক করেছে।