বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এটাই ট্রেডিশন যে বলি নায়িকাদের পারিশ্রমিক নায়কদের তুলনায় অনেক কম। কিন্তু সম্প্রতি সেই ট্রেডিশন ভেঙে দিচ্ছে নায়িকারা। তাদের অনেকেই নায়কদের সমান পারিশ্রমিক নিচ্ছেন।

এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে বলিউড নায়িকাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নায়কদের সমান পারিশ্রমিক দাবি করেন। ছবিপিছু এদের পারিশ্রমিক চমকে দেওয়ার মত। তবে এদের মধ্যে সবথেকে বেশি পারিশ্রমিক এখন কে নিচ্ছেন জানেন? এক নজরে দেখে নিন বলিউড অভিনেত্রীদের পারিশ্রমিকের তালিকা।

** দীপিকা পাড়ুকোন –  বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে দীপিকা হলেন অন্যতম। তিনিই প্রথম ছবিপিছু নায়কদের সমান পারিশ্রমিক দাবি করেন। প্রত্যেকটি ছবির জন্য তিনি এখন ১৫ থেকে ৩০ কোটি টাকা নিচ্ছেন বলে জানা গিয়েছে।

** কঙ্গনা রানাওয়াত – কঙ্গনা রানাওয়াতও বলিউডের একজন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। আসলে নায়কবর্জিত ছবি হলে ছবি নির্মাতাদের কাছে তিনিই হয়ে ওঠেন ভরসা। এখন ছবির জন্য পারিশ্রমিক হিসেবে কঙ্গনা ১৫ থেকে ২৭ কোটি টাকা নিচ্ছেন।

** ক্যাটরিনা কাইফ –  ইন্ডাস্ট্রির অন্যতম একজন ব্যস্ত অভিনেত্রী এখন ক্যাটরিনা। তার হাতে এখন পরপর বহু কাজের সুযোগ রয়েছে। ছবির বাজারে তার দর বেশ চড়া। এখন প্রত্যেকটি ছবির জন্য ১৫ থেকে ২১ কোটি টাকার কাছাকাছি ঘোরাফেরা করে তার পারিশ্রমিক।

** আলিয়া ভাট –   জনপ্রিয়তার বিচারে আলিয়া ভাট এই মুহূর্তে ভারতের অন্যতম একজন শ্রেষ্ঠ অভিনেত্রী। নায়কবর্জিত ছবিতেও আলিয়া তার কারিশমা দেখিয়েছেন। শুধু তার উপর ভর করে ছবি ১০০ কোটি টাকার ব্যবসা করতে পারে তার প্রমাণ গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। আলিয়া এখন প্রত্যেকটি ছবির জন্য ১০ থেকে ২০ কোটি টাকা নিচ্ছেন।

** অনুষ্কা শর্মা –  অনুষ্কা শর্মাও এই মুহূর্তে বলিউডের একজন বেশ দামী নায়িকা। যদিও মেয়ের জন্মের পর থেকেই তিনি কাজের পরিমাণ অনেকটা কমিয়ে দিয়েছেন। ভবিষ্যতেও বেছে বেছে ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্কা। এখন ছবি পিছু ৮ থেকে ১২ কোটি টাকা দর হাঁকাচ্ছেন তিনি।

** প্রিয়াঙ্কা চোপড়া –  এখন শুধু বলিউড নয়, হলিউডেরও একজন সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে তিনি রয়েছেন সবার প্রথমে। ছবি পিছু এখন তার পারিশ্রমিক গিয়ে দাঁড়িয়েছে ১৫ থেকে ৪০ কোটি টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *