বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:হিন্দু মাইথোলজির সঙ্গে শঙ্খধ্বনির নিবিড় সম্পর্ক। বলা হয় শঙ্খধ্বনির মাধ্যমেই ঈশ্বরকে আহ্বান করা হয়। কিন্তু প্রাচীন ধাম বদ্রীনাথে কোনোদিন শঙ্খ বাজানো হত না। কিন্তু কেন ? মন্দিরের ভেতরে নিষ্ঠার সঙ্গে পুজো হয় দেবতা নারায়ণের। তবে সেখানে পুজোর সময়ে কিন্তু শঙ্খ বাজানো হয় না। তবে কেন বদ্রীনাথ ধামে শঙ্খ বাজানো হয় না, তাঁর পিছনে রয়েছে একটি বিশেষ লোককথা জনিত কারণ।
পূরণের গল্প থেকে জানা যায় যে ভগবান বিষ্ণুর খুব প্রিয় হল শঙ্খ। তবে বদ্রীনাথ ধামে কখনোই পূজোর সময় ছাড়াও কোনোও সময়ই কিন্তু শঙ্খ এখানে বাজানো হয় না। অথচ বিষ্ণুর অনিচ্ছার কারণেই ওখানে শঙ্খ বাজানো হয় না। মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান বদ্রীর একটি শালগ্রাম মূর্তি। কথিত আছে, বদ্রীনাথ ধামে দেবী লক্ষ্মী তুলসী রূপে ধ্যানমগ্ন ছিলেন, যখন তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন ভগবান বিষ্ণু শঙ্খচূর্ণ নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। কোন শুভ কাজ করার সময় শঙ্খ বাজানো হয়, কিন্তু ভগবান বিষ্ণুর বধের পর শঙ্খ বাজাননি। লক্ষ্মীর একাগ্রতা নষ্ট করতে চাননি তিনি। আর সেই কারণে আজও বদ্রীনাথ মন্দিরের শঙ্খ বাজানো হয় না। এই পূরণের গল্পের কারণেই এক মাত্র ওই ধামেই শঙ্খ বাজানো হয় না।