বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এখন বিমান যাত্রা অনেক সহজ হয়ে গেছে। মানুষ হামেশাই দীর্ঘ পথ অল্প সময়ে অতিক্রম করে বিমানের মাধ্যমে। ভারতে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রয়েছে হাজারো বিমান রুট।
তবে ভারতের মধ্যেই সবচেয়ে লম্বা বিমান যাত্রাটি কোনটি। সেই তথ্য কিন্তু অনেকেরই অজানা। রেল পরিষেবার মতই বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে পৌছে গিয়েছে বিমান পরিষেবাও। যদিও রেলের তুলনায় বিমানে যাতায়াতের খরচ অনেকটাই বেশি।
বর্তমানে ব্যস্ততার যুগে বিমান পরিষেবার চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। কয়েক ঘণ্টার মধ্যে অন্য রাজ্যে কাজ সেরে নিজের রাজ্যে ফিরে আসছেন অনেকেই। ভারতে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রয়েছে হাজারো বিমান রুট। তবে ভারতের মধ্যেই সবচেয়ে লম্বা বিমান যাত্রাটি কোনটি। সেই তথ্য কিন্তু অনেকেরই অজানা ভারতের মধ্যে দীর্ঘতম বিমান রুটের দূরত্ব হল ২ হাজার ৪৯২ কিলোমিটার। যা অনেকটাই। এই দীর্ঘ সফর এক প্লেনে যাওয়া যায়। কোনো জায়গায় দাঁড়ায় না সেই বিমান। এয়ার ইন্ডিয়া একটি বিমান চালায় নয়াদিল্লি থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত। এই ২ হাজার ৪৯২ কিলোমিটার পথ বিমানটি একটানা ওড়ে। এই যাত্রার সময় লাগে ৩ ঘণ্টা ৪০ মিনিট। স্থলভাগ পার করে তারপর বঙ্গোপসাগরের ওপর দিয়ে দীর্ঘ যাত্রা। সেই পথ অতিক্রম করে আন্দামানের পোর্ট ব্লেয়ারে পৌছায় বিমান। আবার সেখান থেকে দিল্লি আসে বিমানটি।