বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এমন নজির বিহীন ঘটনা আগে কখনো বাংলায় ঘটে নি। ভারতে ঘটেছে কি না সেই তথ্য অবশ্য আমাদের কাছে নেই। এবারের ঘটনা উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ায়। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, ব্লক তৃণমূল সভাপতির বাবার বিরুদ্ধে রেশনে বড়সড় জালিয়াতির অভিযোগ। ডিলারকে একেবারে ২ কোটি টাকা ফাইন করল খাদ্য দফতর। কাঠগড়ায়, ফাঁসিদেওয়া ব্লকের ব্লক তৃণমূল সভাপতি আখতার আলির বাবা আবদুল হাকিম। ওই ডিলারকেই জাল রেশন কার্ডের মাধ্যমে রেশন বিলি দেখিয়ে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সরিয়ে ফেলার অভিযোগে দুই কোটি তিন লক্ষ টাকা ফাইন করল খাদ্য দফতর। এমন ঘটনা আগে কখনো ঘটে নি। জানা যাচ্ছে, ডিজিটাল রেশন কার্ড চলু হওয়ার পরেই সবটা সামনে আসে। সূত্রের খবর, সীমান্ত সংলগ্ন সংখ্যালঘু অধ্যুষিত চা বাগান এলাকাতেই খাদ্যদ্রব্য বিলি করা হয়েছে বলে দেখানো হয়েছে। গায়েব হয়ে গিয়েছে রেশন সামগ্রী। যদিও বাস্তবে লক্ষ লক্ষ রেশন কার্ডের কোনও অস্তিত্ব নেই। অথচ সেগুলিকে হাতিয়ার করেই চলেছে যাবতীয় কাজ।

রেশন দুর্নীতির অভিযোগে শুধু তৎকালীন খাদ্যমন্ত্রী নয়, অভিযুক্ত বহু রেশন ডিলারও। যদিও অভিযুক্ত রেশন ডিলার অবদুল হাকিম ক্যামেরার সামনে কোনও কথা বলতে চাননি। তবে তাঁর ছেলে ফাঁসিদেওয়ার ব্লক তৃণমূল সভাপতি আখতার আলির দাবি, বাবা পৃথক ব্যবস্যা করেন। এ নিয়ে শাসক দলের যোগের বিষয় নেই। তিনি বলছেন, “খাদ্য দফতর বাবাকে এই বিপুল টাকা ফাইন করেছে। আমরাও আইনি পথে এর মোকাবিলা করব।” এখন দেখার যে কোথাকার জল কোথায় গড়ায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *