বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এরিকফন দানিকেনের সেই বিখ্যাত কল্পবিজ্ঞানমূলক বই ‘দেবতা কি গ্রহান্তরের মানুষ’ আমাদের স্মরণে আসছে। ইতিমধ্যে অন্য গ্রহ মানুষের অস্তিত্ব নিয়ে বহু আলোচনা হয়েছে। অন্য গ্রহের প্রাণীকেই এলিয়েন বলা হয়। এবার ভারতেই দেখা গেলো সেই এলিয়েনের মূর্তি বানিয়ে পুজো করতে। মন্দিরের দেশে এবার আবির্ভূত হলেন নয়া ‘ভগবান’ ভিনগ্রহী বা এলিয়েন। শুনতে আশ্চর্য লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর সলেম জেলায়। এলিয়েনকে সন্তুষ্ট করতে সেথায় নিত্য চলে পূজাপাঠ। সলেম জেলায় মল্লামুম্পাবট্টির বাসিন্দা লোগনাথন তাঁর নিজের গ্রামে তৈরি করেছেন ভিনগ্রহীর এই মন্দির। অদ্ভুত এই মন্দির প্রসঙ্গে লোগনাথন বলেন, বিশ্বে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এই বিপর্যয় বন্ধ করার ক্ষমতা শুধুমাত্র এলিয়েনদেরই আছে। ভক্ত মানুষের এক আশ্চর্য বিশ্বাস। আর সেই বিশ্বাসের উপর ভর করেই মানুষ অনন্তকাল ধরে বিভিন্ন রূপে ভগবানের পুজো করে আসছেন। তাই বলে এলিয়ান?
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ২০২১ সালে হঠাৎ ঠিক করে যে এলিয়ানের পুজো করবেন। তখন তাঁর গুরুর সমাধির পাশেই তৈরী করেন এলিয়ান মন্দির। ধীরে ধীরে ভিড় বাড়ছে। মানুষ লাইনে দাঁড়িয়ে পুজোও দিচ্ছেন। যদিও মন্দিরের কাজ এখনও অসমাপ্ত,কিন্তু পুজো-পাঠ চালু হয়েছে। মন্দিরের মধ্যে যে বিগ্রহ রয়েছে সেটিও বড় অদ্ভুত। কালো রঙের এই মূর্তির মাথা বিশাল, চোখ দুটি আবার সাদা। ছবিতে দেখা কাল্পনিক ভিনগ্রহীদের মতোই দেখতে এই ‘ঈশ্বর’। এমন অদ্ভুত মন্দির প্রসঙ্গে লোগানাথনের দাবিও বেশ আশ্চর্যজনক। তাঁর দাবি, তিনি এলিয়েনদের সঙ্গে কথা বলেন। এবং তাঁদের অনুমতি নিয়েই তৈরি করেছেন এই মন্দির।