বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জিও আর এয়ারটেল আগেই বাড়িয়েছে, আবার ভোডাফোন।
সংস্থার তরফে জানানো হল, তাদের ট্যারিফ ১০ থেকে ২৩ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। প্রিপেইড ও পোস্টপেইড- উভয় রিচার্জেরই দাম বাড়ছে।
আগামী ৪ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হবে। আশঙ্কা সত্যিতে পরিনত হলো। চলতি সপ্তাহের বৃহস্পতিবার জিও তাদের ট্যারিফ প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি করে। দেখাদেখি পরেরদিন এয়ারটেল-ও তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের ট্যারিফ ১০ থেকে ২১ শতাংশ বৃদ্ধি করেছে। এবার সেই পথে হাঁটল ভোডাফোন-আইডিয়াও। ভোডাফোন-আইডিয়া বিগত দুই বছরে ৫জি প্রযুক্তির জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। সেই খরচ তুলতেই ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত।
ভোডাফোনের নতুন চার্জের তালিকা –
* আগে ২৮ দিনের বৈধতায় ২ জিবি ডেটার ন্যূনতম রিচার্জ প্ল্যান ছিল ১৭৯ টাকার। তা বৃদ্ধি করে ১৯৯ টাকা করা হল।
* ৮৪ দিনের বৈধতায় দৈনিক ১.৫ জিবি ডেটা প্যাকের দাম ৭১৯ টাকা থেকে বাড়িয়ে ৮৫৯ টাকা করা হল।
* এক বছরের যে আনলিমিটেড প্ল্যান ছিল ভোডাফোন- আইডিয়ার, তা ২৮৯৯ টাকা থেকে বাড়িয়ে ৩৪৯৯ টাকা করা হল।
*২৪ জিবি ডেটা লিমিটের এক বছরের প্ল্যানের দামও বাড়িয়ে ১৭৯৯ টাকা করা হয়েছে।