বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নেপালে বৃষ্টি হয়েই চলছে। ব্যাপক বৃষ্টিতে একদিকে হড়পা বাণ, বন্যা আর ভূমি ধসে বিপর্যস্ত নেপাল। সূত্রের খবর, নেপালের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির মধ্যে ভূমিধসে তিনটি শিশুসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। জুনের মাঝামাঝি থেকে নেপালে বৃষ্টি শুরু হয়েছে।
এর পর থেকে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি থাকে।
রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় এসব ঘটনা ঘটেছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। সরকারের তরফ থেকে বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে।
নেপালের দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই জানান, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসের কবলে পড়ে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন ওই পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন। তিনি বলেন, পাঁচজনের লাশই উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন শিশু। এই সময় মৌসুমী বায়ু প্রবেশ করার পরে নেপালে প্রচুর বৃষ্টিপাত হয়, বিপর্যস্ত হয় জনজীবন।