বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১০ বছর পর টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। সেমিফাইালে ইং‌ল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় দল। ট্রফি এবং ভারতীয় দলের মধ্যে ব্যবধান এখন একটা ম্যাচের। আইসিসি টুর্নামেন্টে দলকে ফের একবার ফাইনালে তুললেন রোহিত শর্মা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, একদিনের বিশ্বকাপের পর ফের একবার রোহিতের নেতৃত্বেই ফাইনালে ভারত।

একাধিকবার ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল বৃষ্টির জন্য। কিন্তু শেষমেশ ম্যাচ হল এবং টিম ইন্ডিয়া সহজেই ব্রিটিশদের হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল। ম্যাচ শেষে আবেগতাড়িত হয়ে পড়লেন অধিনায়ক রোহিত শর্মা। বাড়তি কোনও উচ্ছ্বাস তো দেখাই গেল না তাঁর মধ্যে উল্টে হিটম্যানের চোখে জল এল। ক্যাপ্টেনকে স্বাভাবিক করলেন কিং কোহলি। মাঠের বাইরে রোহিত-বিরাটের যুগলবন্দির সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের উঠার পর ভারতীয় সেভাবে কোনও সেলিব্রেশনে মাতল না। ভারতীয় দল যাবতীয় সেলিব্রেশন জমিয়ে রেখেছেন শনিবারের জন্য। রোহিতের মধ্যেও বাড়তি কোনও আনন্দ দেখা গেল না দলের ক্রিকেটাররা যখন পরষ্পরকে অভিবাদন জানাচ্ছেন, সেই সময় রোহিত ড্রেসিংরুমের ব্যালকনিতে চুপচাপ বসেছিলেন। বেশ আবেগতাড়িত দেখাচ্ছিল রোহিতকে। তৃপ্তিতে কি চোখে জল এল রোহিতের?
কিছুক্ষণ পরে বিরাট কোহলি রোহিতের সামনে দাঁড়ালেন। তাঁর গায়ে হাত রেখে কথা বললেন। স্বাবাভিক করার চেষ্টা করলেন ক্যাপ্টেনকে। কিছু ক্ষণ পরে হাসি দেখা গেল রোহিতের মুখেও।
ইংল্যান্ডকে হারালো ভারতীয় দল। আর একাধিক রেকর্ড গড়লেন অধিনায়ক রোহিত। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বাবর আজমের রেকর্ড ভেঙে দিলেন। ৬১ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৪৯ ম্যাচে জয় এনে দিলেন। সেই সঙ্গে টি২০-তে ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হয়েছেন। এরআগে ধোনির রেকর্ড ভেঙেছিলেন রোহিত।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি ছক্কা মেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ছক্কার সংখ্যা হল ৫০টি। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ব্যাটার ক্রিস গেলের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। টি২০ বিশ্বকাপে গেলের ৬৩টি ছয় রয়েছে।

প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে টি২০ বিশ্বকাপের কোনও নকআউট ম্যাচে অর্ধশতরান করলেন। এর আগে ভারতের কোনও অধিনায়ক টি২০ বিশ্বকাপের নকআউট ম্যাচে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পারেননি।

ক্যাপ্টেন হিসাবে ২২৬ দিন পরে ভারতকে আরও একটি ফাইনালে তুলেছেন রোহিত। ২০১১ সালে সুযোগ না পাওয়া রোহিত শর্মার নেতৃত্বেই ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠলেও একদিনের বিশ্বকাপ ট্রফির স্বাদ পাননি রোহিত শর্মা। ১০ বছর পর টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠা ছাড়াও পরপর তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠার নজিরও গড়ে ফেললেন রোহিতরা। বলা যায়, এক্ষেত্রে হ্যাটট্রিক করেছেন রোহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *