বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভাঙড়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। তিনি প্রকাশ্য সভায় আরাবুল ইসলামের নাম করে পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ করেছেন। সওকত মোল্লা অভিযোগ করেছেন ৬ থেকে ১৫ লক্ষ টাকায় পঞ্চায়েতের টিকিট বিক্রি করা হয়েছে।

 

এমনকী পঞ্চায়েত প্রধানের টিকিট বিক্রি হয়েছে ৩০ থেকে ৩০ লক্ষ টাকায়। আরাবুল ইসলাম সেই টিকিট বিক্রি করেছেন। এমনকী পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে ভাঙড়ে ISF-র সঙ্গে গোপন আঁতাত গড়েছিলেন তিনি। সেকারণেই ভাঙড়ে পঞ্চায়েতে খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস।

টাকা নিয়ে টিকিট বিলির অভিযোগ উঠেছে ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলামের বরুদ্ধে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার এই অভিযোগ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। এমনকী আরাবুল ইসলাম নাকি ভাঙড়ের তৃণমূল কংগ্রেস কর্মীর স্বামীকে খুনের ঘটনার চক্রান্তর অভিযোগও রয়েছে আরাবুল ইসলামের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নাকি তাঁকে একথা জানিয়েছিলেন বলে দাবি করেছেন সওকত মোল্লা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে শহরের এবং জেলার পুর আধিকারীকদের তীব্র ভর্ৎসনা করেছেন। তিনি গোটা রাজ্যে বেআইনি দখলদারি এবং কাটমানি নেওয়া নিয়ে কাউন্সিলর এবং চেয়ারম্যানদের তীব্র আক্রমণ করেছেন। টাকা নিয়ে কেন বাইরের লোককে শহরে বসিয়ে ফুটপাথ দখল করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সেই প্রসঙ্গ টেনেই বিরোধীরা সওয়াল করেছেন যে শাসক দলের নেতারা এই টাকার খেলা করছেন সেটা তো সকলেই জানেন।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, কলকাতা পুরসভার নির্বাচনে কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে টিকিট। সেটার তদন্ত কে করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই জানেন পিসি ভাইপোর লড়াই চলছে সেকারণেই এই তথ্য প্রকাশ্যে আসছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *