বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূল ও বিজেপির নেতা কর্মীদের দল পাল্টানো এখন তেমন নতুন খবর নয়। কিন্তু সিপিএমের পঞ্চায়েত সমিতির সদস্য দল পাল্টে তৃণমূলে যোগ দেওয়া অবশ্যই বিশেষ খবর।
দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা পঞ্চায়েতের সিপিএমের পঞ্চায়েত সমিতির সদস্য সমীর ভঞ্জ তৃণমূলে যোগ দেওয়াও তৃণমূলের আসন সংখ্যা ১১ থেকে বৃদ্ধি পেয়ে ১২ হলো। অন্যদিকে সিপিএমের সদস্য ৫ থেকে কমে ৪ হলো।
সমীর ভঞ্জ বলেন, সিপিএমের সঙ্গে থেকে তিনি কোনো কাজ করতে পারছিলেন না। তাছাড়া মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হয়ে তিনি মানুষের জন্য কাজ করতে চান। সিপিএমের রাজ্য কমিটির সদস্য নবী খাঁ বলেন, টাকা ও শক্তির কাছে সমীর ভঞ্জ মাথা নত করেছে। সে বাম আদর্শ জানে না। এভাবেই তৃণমূল জোর করে বিরোধী মুক্ত শাসন চালাতে চাইছে।