বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সোমবার মানিকতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডের সমর্থনে কোলকাতা ৩২ নম্বর ওয়ার্ডে এক বিশাল ৱ্যালি হয়। এই ৱ্যালির মূল উদ্যোক্তা ছিলেন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তি রঞ্জন কুন্ডু। সেই ৱ্যালিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
কাউন্সিলার বলেন, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে নানা কৌশলে এই নির্বাচন এতদিন আটকে রেখেছিলেন। প্রায় আড়াই বছর পরে নির্বাচন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য সুপ্তি পান্ডে জিতে বসে আছেন, আমাদের শুধু আবির মাখা বাকি।
প্রার্থী সুপ্তি পান্ডে বলেন, আজ শুধু নয়, প্রতিদিন এভাবেই মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের সমর্থন তৃণমূলের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন। এই সিট জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো।