বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ক্রমাগত শহর কোলকাতায় পানীয় জলের সংকট বাড়ছে। আবার চলে এসেছে বর্ষা। মানুষ যে নাজেহাল হয়ে উঠবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

তার উপর আগামীকাল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে সমস্ত পুরসভার চেয়ারম্যানদের হাজির হতে হবে। সেখানে থাকবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। সেই বৈঠকের আগে পানীয় জলের সংকট নিয়ে প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘টালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর, গড়িয়ার মতো এলাকায় পানীয় জলের সরবরাহ বৃদ্ধি করতে হবে। ইতিমধ্যেই জয়হিন্দ জল প্রকল্প গড়ে উঠছে অতিরিক্ত জল উৎপাদনের জন্য। আবার ঢালাই ব্রিজের কাছে পানীয় জলের বুস্টারিং পাম্প তৈরি করা হচ্ছে।’

নবান্নের বৈঠকে পুর–পরিষেবা এবং সমস্যা নিয়ে আলোচনা হবে। সেখানে জলসংকট সমস্যা সামনে আসতে পারে। তাই আগাম মেয়র বিষয়টি জানিয়ে রাখলেন বলে মনে করা হচ্ছে। এখন দেখার শহরবাসীর জলের সংকট কতটা মেটে?

মেয়র ফিরহাদ হাকিম এমন পরিকল্পনা গ্রহণ করেছেন, যাতে অন্তত আগামী ২৫ বছর কোলকাতায় আর পানীয় জলের সংকট না থাকে। শনিবার কলকাতা পুরসভার পক্ষ থেকে জলসংকট নিয়ে এক সাংবাদিক বৈঠক হয়। সেখানেই এই কথা বলেছেন মেয়র। শুক্রবার পুরসভার অধিবেশন হয়। সেখানে ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নিজের এলাকায় জলসংকটের কথা তুলে ধরেন। ‘টক টু মেয়র’ কর্মসূচিতে ৯১ নম্বর ওয়ার্ড থেকে জলসংকটের কথা জানানো হয় মেয়রকে। এখানে আরও একটা বিষয় আছে। সেটি হল—এবারের লোকসভা নির্বাচনে শহরাঞ্চলের ভোট কম পেয়েছে তৃণমূল কংগ্রেস। শহরের মানুষজন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তবে সংখ্যায় কম। অর্থাৎ শহরে তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে। সেটা কি পুর–পরিষেবায় খামতি থাকার জন্য?‌ উঠছে প্রশ্ন। তাই এবার জলসংকট মেটাতে ঝাঁপিয়ে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *