বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দুবছর মানিকতলার মানুষ বিধায়কহীন ছিলেন। অবশেষে উপনির্বাচনের দিন ঘোষণা হতেই বিজেপি ওখানে প্রার্থী করেছেন গতবারের পরাজিত প্রার্থী কল্যাণ চৌবে কে। এই পর্যন্ত কোনো সমস্যা নেই।
কিন্তু হঠাৎ মঙ্গলবার দেখা গেলো তিনি তাঁত পদবি চৌবে এর পিছনে মায়ের পদবি ভট্টাচার্য জুড়ে দিয়েছেন। কিন্তু কেন? নিন্দুকদের দাবি, অবাঙালি তকমা এড়াতেই নিজের পদবির সঙ্গে মায়ের পদবী যোগ করেছেন।
শাসক দলের পক্ষ থেকে কুণাল ঘোষ বলছেন, ‘‘কিন্তু কল্যাণবাবু কেন এমন করলেন তা উনিই বলতে পারবেন। তবে উনি যে কৌশলই নিন না কেন এবারও উনি মানিকতলায় পরাজিত হবেন।’’তবে বিজেপি নেতা কল্যাণ জানালেন, ‘‘আমি সম্পূর্ণভাবে মায়ের সঙ্গে ইমোশনালি কানেক্ট হওয়ার জন্য এবং মায়ের স্মৃতি বহন করার জন্যই বাবা মারা যাওয়ার পর মায়ের পদবিকেও আমার নামের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিই।” তিনি এও বলেন, এই নিয়ে রাজনৈতিক কটাক্ষ খুবই নিম্ন মানের রুচির পরিচয়।