বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ব্যাপারটা অনেকটা এই রকম যে ‘জোর যার মুলুক তার’। কিন্তু আদালত তো আছে। ২০ দিনের মধ্যে ভেঙে ফেলে জমির মালিককে জমি ফেরৎ দিতে হবে – নির্দেশ দিলেন অমৃতা সিং।
নদিয়ার পলাশিপাড়া থানা এলাকার বাসিন্দা অনুশ্রী ঘোষ চৌধুরী অভিযোগ করেন, দোকান করার জন্য পালশিপাড়া বাজারে ওই জমিটি কিনেছিলেন তিনি। সেই জমি দখল করে পাকা পোক্ত পার্টি অফিস বানিয়ে ফেলেন স্থানীয় তৃণমূল নেতারা। জমি ফেরত চেয়ে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হলে ২০ লক্ষ টাকা দাবি করেন তিনি। এর পুলিশে অভিযোগ দায়ের করেন অনুশ্রীদেবী। এখন তো সর্বত্র শুধুই টাকার খেলা।
কিন্তু হেরে যাওয়ার পাত্র নন তনুশ্রী ঘোষ। তিনি সোজা অভিযোগ জানান আদালতে। আদালতে অনুশ্রীদেবীর আইনজীবী বলেন, ‘ক্ষমতায় থাকার সুবিধার অপব্যবহার করে সম্পূর্ণ গায়ের জোরে ওই জমি দখল করেছে তৃণমূল। ওই জমির কোনও বৈধ নথি নেই তাদের কাছে।’ এর পর বিচারপতি সিনহা তৃণমূলের আইনজীবীর কাছে প্রশ্ন করেন, ‘কার অনুমতি নিয়ে ওখানে পার্টি অফিস বানিয়েছেন?’ জবাবে আইনজীবী বলেন, ‘জমি ফাঁকা পড়ে ছিল তাই পার্টি অফিস বানানো হয়েছে।’ এর পরই ২০ দিনের মধ্যে ওই জমি খালি করে প্রকৃত মালিককে তার মালিকানা বুঝিয়ে দিতে হবে বলে ব্লক ভূমি ও ভূমিরাজস্ব আধিকারিককে নির্দেশ দেন বিচারপতি সিনহা।