বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এটাই ভারতীয় সংস্কৃতি। ভারত চিরকাল শান্তির দেশ। শত্রুকে বন্ধু করে নিতে পারে ভারত। মালদ্বীপের নয়া চিনা পন্থী প্রেসিডেন্ট মুইজ্জু চেয়ারে বসেই ‘ইন্ডিয়া আউট’ শ্লোগান তুলেছিলেন। সেই মুইজ্জুর দিকে শুভেচ্ছার হাত বাড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী।

ঐতিহাসিকভাবে দুই দেশের মধ্যে অত্যন্ত হৃদ্যতার সম্পর্ক রয়েছে। কিন্তু, মূলতঃ মলদ্বীপের নয়া রাষ্ট্রপতি, মহম্মদ মুইজ্জুর সরকারই এই সম্পর্কের ফাটলে ইন্ধন দিয়ে চলেছিল। তাঁর ‘ইন্ডিয়া আউট’ প্রচারের কথা সকলেরই জানা। তবে, ভারতের পক্ষ থেকে কখনই কোনও বৈরিতা প্রকাশ করা হয়নি। বরং আরও একবার, ‘প্রতিবেশি প্রথম’ নীতি প্রয়োগ করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

রবিবার (১৬ জুন), তিনি মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু এবং দ্বীপরাষ্ট্রর জনগণকে ইদ আল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন। মলদ্বীপের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, “ইদ আল-আজহা-র শুভ উপলক্ষ্যে, মলদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ড. মহম্মদ মুইজ্জু, তাঁর সরকার ও মলদ্বীপ প্রজাতন্ত্রের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় জানিয়েছেন, এই উৎসব কুরবানি, সমবেদনা ও ভ্রাতৃত্বের। একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পৃথিবী গড়ে তোলার জন্য এই মূল্যবোধগুলি অপরিহার্য।” বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের এই ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *