বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দেব নির্বাচনী প্রচারে বলেছিলেন, ঘটালে গাছের সংখ্যা অনেক কমে গেছে। তাই এই ভোটে তিনি যত সংখ্যক ভোট পাবেন, তত সংখ্যক গাছে লাগাবেন।
ভোটের রেজাল্ট বের হবার পরেই সেই কাজ শুরু করে দিয়েছেন দেব। এ বার এই উদ্যোগে দেবের সঙ্গী হলেন প্রসেনজিৎ। অভিনেতা তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘দারুণ উদ্যোগ দেব। আমি সঙ্গে আছি।’’ এরই সঙ্গে প্রসেনজিৎ জানিয়েছেন, ঘাটালের জন্য ১০ হাজার গাছ দেবেন তিনি। প্রসেনজিৎ বলেন, এর আগেও দেবের বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এবারও আছেন।
নির্বাচনের ফলাফল বের হবার পরেই দেব ঘটালে গিয়ে গাছ লাগানোর কাজ শুরু করে দিয়েছিলেন। তখন নিজের x হ্যান্ডেলে লেখান, “কথা দিয়েছিলাম আমি যতগুলি ভোট পাব, ততগুলি গাছ লাগাব, কিন্তু যে ভাবে চাহিদা বেড়েছে, আমি চেষ্টা করব, আগামী পাঁচ বছরে নোটা বাদে যত মোট ভোট পড়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে ততগুলি গাছ লাগানোর।’’ তিনি সেই কাজ ভালো ভাবেই শুরু করেছেন। প্রসেনজিৎ ও দেব – তাঁরা টলিপাড়ার নায়ক, কিন্তু এক জন অভিভাবক মনে করেন অন্য জনকে; অন্য জন নিজের ভাই বলেই মানেন প্রথম জনকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব একসঙ্গে অনেকটা পথই পেরিয়েছেন। সুসময় থেকে দুঃসময়, দু’জনেই হাতে হাত মিলিয়ে পথ হাঁটেন। আরও এক বার দেবের উদ্যোগে পাশে থাকার বার্তা দিলেন প্রসেনজিৎ।