বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের উপরে আক্রমণ নেমে আসছে। তাদের পরিবারের সদস্যদেরও মারধর করা হচ্ছে। ঘরছাড়া বহু বিজেপি কর্মী ও তাদের পরিবার। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে।

আজ শুক্রবার ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউতে রাজ্য বিজেপি কার্যালয়ের পাশে রয়েছে মাহেশ্বরী ভবন। সেখানেই দুশো জন ঘরছাড়া বিজেপি কর্মী আশ্রয় নিয়েছেন। বিজেপি নেতৃত্ব তাদের সেখানে রেখেছেন। সেই ঘরছাড়াদের সঙ্গেই দেখা করতে গেলেন রাজ্যপাল।

গতকাল বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে যেতে পারেননি। কলকাতা পুলিশ তাঁকে যাওয়ার অনুমতি দেয়নি। ২০০ জন ঘরছাড়াকে নিয়ে রাজভবনে যাওয়ার কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। রাজ্যপাল তাঁদের ভবনে যাওয়ার অনুমতিও দিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ শুভেন্দু অধিকারীদের সময় দিয়েছিলেন রাজ্যপাল।

অত জনকে নিয়ে রাজভবনে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকে। সে কারণেই পুলিশ ঘরছাড়াদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারীকে রাজভবনে যেতে দেয়নি। রাস্তায় দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন তারা। অগত্যা পুলিশি বাধায় কর্মসূচি বাতিল করা হয়।

আজ শুক্রবার রাজ্যপাল নিজেই পৌঁছে গেলেন মাহেশ্বরী ভবনে। ঘরছাড়াদের সঙ্গে রাজ্যপাল কথা বললেন। তাদের কথাও মনোযোগ দিয়ে শুনলেন। রাজ্যপাল জানালেন, তিনি নিজেও বাংলার ছেলে। কী করা যায়, সেই বিষয়টি তিনি দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *