বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত পাঁচ বছর সাংসদ দিলীপ ঘোষের দিল্লিতে একটা ঠিকানা ছিল। কিন্তু বুধবার নীরবে তা ছেড়ে বেরিয়ে এলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বাংলো ছাড়ার জন্য যাবতীয় কাগজপত্রে সই করে কলকাতার উদ্দেশে রওনা দিলেন প্রাক্তন সাংসদ।

বাংলোয় নিজের বাকি যা জিনিসপত্র রয়েছে, সেগুলোও সাত দিনের মধ্যে বের করে নেবেন। গত পাঁচ বছর ধরে নর্থ এভিনিউয়ের এই ডুপ্লে বাংলোটাই ছিল দিল্লিতে সাংসদ দিলীপ ঘোষের ঠিকানা। বুধবার থেকে আর সেই ঠিকানা রইলো না।

বুধবার থেকে ফাঁকা পড়ে থাকল নর্থ এভিনিউয়ের ডুপ্লে বাংলো। বাংলোর সামনে নেম প্লেটে তখনও ইংরেজি হরফে লেখা দিলীপ ঘোষ, সাংসদ (লোকসভা)। নীচে লেখা মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। ২০১৯ সালে নর্থ এভিনিউতে হাতে গোনা কয়েকটি ডুপ্লে বাংলো তৈরি হয়েছিল সিনিয়র সাংসদদের জন্য। অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই বাংলোগুলির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। প্রথমবারের সাংসদ হওয়া সত্ত্বেও হাতে গোনা এই কয়েকটি ডুপ্লে বাংলোর মধ্যে একটি পেয়েছিলেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর কাছের মানুষ দিলীপ ঘোষ খুব সহজেই পেয়েছিলেন ওই অত্যাধুনিক বাংলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *