বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জমে গেল ইপিএলের খেতাবী লড়াই। লিগ শীর্ষে থাকা ‌লিভারপুলকে কড়া টক্কর দিচ্ছে ম্যান সিটি। শনিবার রাতে বোর্নমাউথের বিপক্ষে ১-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচ জুড়ে সিটির সুযোগ নষ্টের প্রদর্শনী। এরইমধ্যে অবশ্য কাজের কাজটি করে গেলেন ফিল ফোডেন।

 

সাপ লুডোর লিগের লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনও বিকল্প ছিল না সিটির কাছে।প্রথমার্ধে সিটির খেলার শুরুটা খুব একটা গতি সম্পন্ন হয়নি। প্রথমার্ধে শুরুতে বোর্নমাউথের বিপক্ষে স্কোরশিটে নাম লেখাতে পারতেন হলান্ড। ফোডেনের দারুণ ক্রস থেকে তাঁর ডান পায়ের শট পোস্টের বাইরে ছিল।

২৪ মিনিটে ফোডেনের গোলের পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়সিটি। আর্লিং হালান্ডের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি বোর্নমাউথ গোলকিপার, ফিরতি বল পেয়ে জালে জড়ান ফিল ফোডেন। এবারের লিগে এই ইংলিশ মিডফিল্ডারের গোল সংখ্যা হল ৯ট, সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মরশুমে ১৬টি গোল করে ফেললেন ফোডেন।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোলও হজম করতে পারত। বোর্নমাউথ মিডফিল্ডার মার্কাস তাভার্নিয়ের বল পোস্টের বাইরে মারায় রক্ষা। এরপর সিটিও বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারল নায় এই জয়ে ২৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। শীর্ষে থাকা লিভারপুলের থেকে পেপ গুয়ার্দিওলার দল এক পয়েন্টে পিছিয়ে রয়েছে।

বোর্নমাউথের বিপক্ষে এই নিয়ে ইপিএলে ১৪বারের মুখোমুখিতে প্রতিবারই জিতল সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক দলের বিপক্ষে অন্য দলের এটাই ১০০% জয়ের সেরা রেকর্ড।

চোট কাটিয়ে ফেরা হাল্যান্ড এখনও নিজের সেরা ফর্মে ফিরতে পারেননি। শুরুতেই সুযোগ হাতছাড়া করেন তিনি। বিগত কয়েকটি মরশুমে অবশ্য এই ধরনের সুযোগ থেকে নিয়মিত গোল করতেন হালান্ড। ফলে তাঁর অফ ফর্ম কিছুটা হলেও চিন্তা রাখবে সিটিকে।
চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন আগেই। কিন্তু সেভাবে ছন্দে পাওয়া যাচ্ছিল না হালাল্ডকে। কিন্তু এর আগের ম্যাচে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে কঠিন ম্যাচেই জ্বলে উঠেছিলেন নরওয়ে স্ট্রাইকার। তাঁর করা একমাত্র গোলেই ব্রেন্টফোর্ডকে হারিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। যদিও এই ম্যাচে একেবারেই চেনা ছন্দে পাওয়া গেল না হালান্ডকে। যদিও দিনের শেষে তিন পয়েন্টই গুরুত্বপূর্ণ যেটা নিয়েই মাঠ ছেড়েছে পেপ গুয়ার্দিওলার দল।

অন্যদিকে লিগের লড়াইয়ে প্রবলভাবেই আছে আর্সেনালও। নিউক্যাসলকে ৪-১ গোলে বিধ্বস্ত করা আর্সেনাল ৫৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *