বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সদ্য লোকসভা নির্বাচনের ধকল সামলে উঠতেই সামনে চলে আসলো মানিকতলা উপ নির্বাচন। বিধায়ক পরেশ পালের বিশ্রাম নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি জহুরির দৃষ্টি।

একবার পরেশ পালের দিকে তাকিয়েই কুনাল ঘোষকে নির্দেশ দেন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে। এই নির্দেশ পেয়েই তখন উপস্থিত কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার দ্রুত পরেশ পালকে নিয়ে হাসপাতালে ছোটেন। সেখানে গিয়ে চিকিৎসকরা দেখলেন, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে বেলেঘাটার বিধায়কের। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় এখন আপাতত স্থিতিশীল পরেশ পাল। চিকিৎসা শুরু হয়েছে।

পরেশ পালের এখন অনেক দিন বিশ্রাম দরকার – এখনই নির্দেশ চিকিৎসকের। অবাক হন সকলেই। কারণ কেউ বুঝতে পারেননি অসুস্থ হচ্ছেন বিধায়ক পরেশ পাল। একপলকেই তা ধরে ফেললেন মুখ্যমন্ত্রী। যা দেখে স্তম্ভিত সকলেই। নবান্নের এক অফিসার বলেন, পরেশ পালকে দেখেই মুখ্যমন্ত্রী বলেন, ‘তোমার কি শরীর খারাপ লাগছে?‌ ভিতরে কিছু হচ্ছে?‌ চোখমুখ দেখে তো আমার ঠিক লাগছে না।’ পরেশ পাল তখন বলে চলেন, তিনি ঠিক আছেন। তাঁর কোনও শারীরিক অসুবিধা হচ্ছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সে কথায় গুরুত্ব না দিয়ে কুণালদের নির্দেশ দেন পরেশ পালকে হাসপাতালে নিয়ে যেতে। আর হাসপাতালে পৌঁছেই মস্তিষ্কে স্ক্যান করা হয় পরেশের। ধরা পড়ে, পরেশের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *