বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির অভিযোগ তৃণমূলের ভোট পরবর্তী সন্ত্রাস বেড়েই চলেছে।
মুখ্যমন্ত্রী ও আদালতের নির্দেশ সত্ত্বেও কাকদ্বীপের রামগোপালপুর পঞ্চায়েত এলাকায় বিজেপির হয়ে কাজ করার জন্য কয়েকটি পরিবারের মানুষদের রেশন তুলতে দিচ্ছে না শাসক দলের গুন্ডা বাহিনী। কেড়ে নিয়েছে রেশন কার্ড।পুলিশের সহযোগিতায় পরে রেশন পেলেও তৃণমূলের বিজয় মিছিল থেকে মাইকে হুমকি দেওয়া হয় বিজেপির পঞ্চায়েত সদস্য সরস্বতী মন্ডলকে। এই নিয়ে সন্ত্রস্ত সরস্বতী মন্ডলের পরিবার।
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা দলীয় কর্মীদের সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন।