বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃতীয়বার প্রধামন্ত্রী পদে শপথ নেওয়ার পর আজ প্রথম দফতরে পা রাখলেন নরেন্দ্র মোদী। আর প্রথম দিনেই দফতরে গিয়ে তিনি কিষাণ নিধি প্রকল্পের ফাইলে সই করেন। ২০১৯-র লোকসভা ভোটের আগে কিষাণ নিধি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মোদী। এই পকল্পে দেশের ৯.৩ কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়।
এবারের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে তেমন ভাল ফল করেনি বিজেপি। অযোধ্যাতেও হারতে হয়েছে বিজেপিকে। উত্তর প্রদেশকে প্রধানত কৃষি প্রধান রাজ্য বলা হয়। কৃষকরা যে মোদীর উপরে তেমন ভাবে সন্তুষ্ট নয় সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এবার ভোটের ফলাফলে। তাই হয়তো কৃষকদের মন জয়ে প্রধম দিনেই ঝাঁপাল তৃতীয় মোদী সরকার।
প্রথম দিন দফতরে গিয়েই যে ফাইলটিতে তিনি সই করেছেন সেটি কিষাণ নিধি প্রকল্পের ফাইল। দেশের ৯.৩ কোটি কৃষকের জন্য ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লোকসভা ভোটের কারণে এতোদিন আটকে ছিল কৃষকদের এই অনুদান। ভোট মিটতেই আগে কৃষকদের অগ্রাধিকার দিয়ে এই প্রকল্পের অর্থ বরাদ্দে অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী মোদী।