বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনে কলকাতার দুটি আসন- কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। যদিও বেশ কয়েকটি ওয়ার্ডে ফুটেছে পদ্ম।
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জোড়াসাঁকো ও শ্যামপুকুর বিধানসভা ক্ষেত্রে পিছিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। কলকাতা দক্ষিণে ৬০টির মধ্যে ২০টি ওয়ার্ডে লিড বিজেপির।
দক্ষিণ কলকাতায় থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও একাধিক হেভিওয়েট মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলরের খাসতালুক দক্ষিণ কলকাতা। সেখানেই বিজেপির লিড নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
কলকাতা দক্ষিণ লোকসভার কসবা, বালিগঞ্জ, রাসবিহারী, ভবানীপুর, বেহালা পূর্ব ও পশ্চিম, কলকাতা বন্দর বিধানসভা ক্ষেত্রে যে ওয়ার্ডগুলিতে লোকসভা ভোটে বিজেপি লিড নিয়েছে সেগুলি হলো- ৬৩, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৪, ৭৯, ৮১, ৮৫, ৮৬, ৮৭, ৯৩, ১০৭, ১০৮, ১১৬, ১১৭, ১১৮, ১২৩ ও ১২৪।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভাতেও বেশিরভাগ ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। যদিও বিধানসভা ক্ষেত্রে লিড তৃণমূলেরই। তৃণমূলের যে হেভিওয়েট কাউন্সিলরা পিছিয়ে পড়েছেন লোকসভা নির্বাচনে নিজেদের ওয়ার্ডে তাঁদের মধ্যে রয়েছেন ৬৮ নম্বর ওয়ার্ডের সুদর্শনা মুখোপাধ্যায়, ৭০ নম্বর ওয়ার্ডের অসীম কুমার বোস (বাবাই), ৭১ নম্বর ওয়ার্ডের পাপিয়া সিং। ৭১ নম্বর ওয়ার্ডের সন্দীপ রঞ্জন বক্সী, যিনি মেয়র পারিষদ এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ভাই।
৮৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজ্যের বিধায়ক দেবাশিস কুমার। সেই ওয়ার্ডে বিজেপি এগিয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের নিরিখে। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ জুঁই বিশ্বাস ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই ওয়ার্ডেও লিড নিয়েছে বিজেপি।
৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য, ৭৪ নম্বর ওয়ার্ডের পুরমাতা দেবলীনা বিশ্বাসরা তাঁদের এলাকায় পিছিয়ে পড়েছেন। ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসু (বাপ্পা), সেই ওয়ার্ডেও লিড বিজেপির।
৯৩ নম্বর ওয়ার্ডে মৌসুমী দাস, ১০৭ নম্বর ওয়ার্ডে লিপিকা মান্না, ১০৮ নম্বর ওয়ার্ডে সুশান্ত ঘোষ, ১১৬ নম্বর ওয়ার্ডে কৃষ্ণা সিং, ১১৭ নম্বর ওয়ার্ডে অমিত সিং, ১১৮ নম্বর ওয়ার্ডে তারক সিং, ১২৩ নম্বর ওয়ার্ডে সুদীপ পোল্লে ও ১২৪ নম্বর ওয়ার্ডে রাজীব কুমার দাস কাউন্সিলর। এই সব ওয়ার্ডেই বিজেপি এগিয়ে গিয়েছে।
উত্তর কলকাতায় পরেশ পাল, বিশ্বরূপ দে-র ওয়ার্ড-সহ বেশ কয়েকটি আসনে লিড নিয়েছে বিজেপি। সবমিলিয়ে ১৪৪টি ওয়ার্ডের মধ্য়ে বিজেপির লিড ৪৫টি ওয়ার্ডে। ৬ বরো চেয়ারম্যান, একাধিক মেয়র পারিষদের এলাকায় বিজেপির লিড অস্বস্তি বাড়াচ্ছে শাসক দলের।