বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শেষ পাওয়া খবর, আগামী ১৩ জুনের আগে আনুষ্ঠানিকভাবে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না।
তবে শুক্রবার সন্ধ্যার পরে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন জানানো হয়েছে, পূর্বাভাস বলছে, আজ সন্ধ্যার দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা সহ কিছু জেলায় মাঝারি বা হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী ৩ ঘণ্টার মধ্যে সেই বৃষ্টি হতে পারে। যদিও খুব বেশিক্ষণের স্বস্তি নেয়। গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উইকেন্ডের আগে গরম আরও বাড়বে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস। তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে।
তবে উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়বে। কলকাতার বেশ কিছু অংশে আজ সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। যদিও ১০ তারিখ পর্যন্ত গুমোট গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হতে হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।