বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বহরমপুরে ইন্দ্রপতন ঘটিয়েছে গুজরাটের ইউসুফ পাঠান। কিন্তু ভয় ছিল বহরমপুরের বেতাজ বাদশা হুমায়ুন কবীরকে নিয়ে। কিন্তু শেষ রক্ষা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঘটনা হলো, ইউসুফার নাম ঘোষণা হতেই হুমায়ুন কবীর বেঁকে বসেন ও বলেন তিনি নিজে ইউসুফের বিরুদ্ধে নির্দেল হয়ে দাঁড়াবে। বলেছিলেন, ‘ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব’। স্বভাবতই হুমায়ুনের এমন বক্তব্যে পিলে চমকে উঠেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। কিন্তু শেষ পর্যন্ত বহরমপুর জয়ে তৃণমূলের যে সমস্ত শক্তি অনুঘটকের কাজ করেছে তার মধ্যে নিঃসন্দেহে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
কিন্তু কি করে এটা সম্ভব হলো?
সোশ্যাল মিডিয়ায় হুমায়ুন তো নিজেই লিখেছিলেন, “দলের মনোনীত প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে আমার যে বক্তব্য ছিল সেই বক্তব্য থেকে অনেকটাই সরে আসতে হয়েছে। নেতৃত্বের উপর আস্থা রাখতে গিয়েই সরে আসতে হয়েছে। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার রুদ্ধদ্বার বৈঠক হয়। আমি নেতৃত্বের উপর আস্থা রাখছি। অভিষেককে নেতা মেনে তাঁর ঘোষিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বহরমপুরের সব স্তরের তৃণমূল নেতাদের কাছে আবেদন করছি।” ব্যাস, সব সমস্যার সমাধান করে দিলেন অভিষেক।