বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ এক উত্তেজনাময় বুধবার। সমস্ত ভারত তাকিয়ে আছে দিল্লির দিকে। দিল্লিতে জোড়া জরুরি বৈঠক – NDA ও INDIA র। INDIA জোটের বৈঠকে যোগ দিতে শেষ পর্যন্ত দিল্লি যাচ্ছেন অভিষেক।
যাওয়ার আগে বললেন, “আগে যাই, সবাই সমবেত হোক। কাল এত রাত পর্যন্ত কাউন্টিং চলেছে। এখনও অর্ধেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিল্লিতে এসে পৌঁছননি। আগে বৈঠকটা হোক। আমি ফিরে এসে সমস্ত প্রশ্নের জবাব দেব। কেউ তামিলনাড়ু থেকে আসছেন, কেউ বিহার থেকে, কেউ কর্ণাটক, কেউ মধ্যপ্রদেশ, কেউ গুজরাট, পঞ্জাব থেকে আসছেন। সবাই বৈঠকে বসলে, তবেই কিছু বলতে পারব। কেউ ২টো সিট জিতেছেন, সেও যাচ্ছেন, কেউ ৩৭ সিট জিতেছেন, তিনি যাচ্ছেন, আমরা ২৯ সিট জিতেছি, আমরাও যাচ্ছি।” দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তিনি আরও বলেন, “কংগ্রেসের তরফ থেকে প্রস্তাব এসেছিল, তাই যাচ্ছি। কেউ কিং মেকার নেই। কেউ যদি কিং মেকার হয়ে থাকেন, তিনি হলেন জনতা।”
ইতিমধ্যে অনেকের মতি বাম নেতা ইয়েচুরি সভায় পৌঁছেছেন। তিনি বলেন, ‘বিজেপির ৪০০ পার করার বার্তা উধাও হয়ে গেল। যাঁরা গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছেন, এই জয় তাঁদেরই।’ একই বিমানে দিল্লি গেলেন নীতিশ ও তেজস্বী। তাঁরা কথা বলছেন – সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এখন দেখার শেষ পর্যন্ত কোন পথে এগোয় NDA ও INDIA !