বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আগামীকাল ভোট গণনা। তার আগের দিন চূড়ান্ত ব্যস্ত সর্বস্তরের নেতা মন্ত্রীরা। তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন,”এক্সিট পোলের নামে যে সমস্ত গল্প ছড়ানো হয়েছে, এগুলোতে কেউ কান দেবেন না।
এগুলো বিজেপি পরিকল্পিতভাবে করছে। এইভাবে ছড়িয়ে দিয়েছে, গুজবে কান দেবেন না।” কুণাল ঘোষ স্পষ্ট বললেন, বাংলায় ৪২ টা আসনের মধ্যে তৃণমূল অন্তত ৩০-৩৫টা আসন পাবে। তিনি বলেন, “সকাল থেকে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকুন। অন্য কিছুতে কান দেবেন না।” তিনি আশ্বস্ত করেন, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরই ভোট দিয়েছেন।” দলীয় কর্মীদের উৎসাহিত করেন তিনি।
গণনার দিন আরও একটা বিষয়ের আভাস দিয়ে রাখলেন কুণাল। তিনি বললেন, “এক একটা লোকসভায় গড়ে সাতটা বিধানসভা কেন্দ্র থাকে। ধরে দেখুন এমন খবর আসছে, যেখানে কিছু জায়গায় বিরোধীরা এগিয়ে, কিংবা বিরোধীরা লিড পাবে, সেগুলিকে কাউন্টিং করিয়ে আগে অন্য প্রচার করার চেষ্টা চলবে। এগুলো কান দেবেন না।” কুণাল স্পষ্ট করে দেন, কে এগল, কে পিছল, তাতে কান দেবেন না। কুণালের আতঙ্ক, “মাঝ পথে নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলবে, শেষ অবধি নজর রাখুন।”