বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভারতীয় গণতন্ত্র নিয়ে আমরা যতই অহংকার করি না কেন, আসলে ভারতীয় গণতন্ত্র সম্পূর্ণ ভোটের উপর নির্ভরশীল। তাই ভোটের পরের দিনই বৃদ্ধি পেলো দেশ জুড়ে টোল ট্যাক্স।

অন্য দিকে বৃদ্ধি পেয়েছে আমূল গ্রুপের সমস্ত দুধের দাম। ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়া বা এনএইচএআই (NHAI)-র তরফে জানানো হয়েছে, আজ থেকে ৩ থেকে ৫ শতাংশ অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে। আজ, সোমবার, ৩ জুন থেকেই এই বর্ধিত ট্যাক্স বা কর চালু হবে। দেশের সমস্ত টোল প্লাজাতেই এই নতুন কর কার্যকর হবে। স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ সাধারণ মানুষ।

NHAI এর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১০০ টোল প্লাজায় আজ থেকে নতুন কর ধার্য করা হবে গাড়ি, বাস, ট্রাকের যাতায়াতের জন্য। এনএইচএআই-র তরফে জানানো হয়েছে, গত এপ্রিল মাসেই বার্ষিক পর্যালোচনার পর টোল ট্য়াক্স বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন চলায় এবং আদর্শ আচরণবিধি লাগু হওয়ায়, সেই সময় নতুন কর কার্যকর করা হয়নি। ভোট মিটতেই আজ থেকে কার্যকর হবে নতুন টোল ট্য়াক্স। আগের টোল ট্যাক্সের তুলনায় ৩ থেকে ৫ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *