বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এক্সিট পোল যাই বলুক না কেন তৃণমূল কংগ্রেস তা বিশ্বাস করে না। তাই খুবই আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে গেলেও এখন গাণনা নিয়ে চলেছে প্রস্তুতি।
এরইমধ্যে রবিবার ভার্চুয়াল বৈঠকে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী ও জেলা সভাপতিদের নিয়ে এদিন অভিষেক বৈঠক করেন বলে খবর। সূত্রের খবর, সেখানে জয় নিয়ে আত্মবিশ্বাসেরই কথা শোনান তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। বলেন, ষষ্ঠ দফার ভোট শেষেই ২০-এর বেশি আসন পেয়ে গিয়েছে তৃণমূল। অভিষেক এদিন বলেন, “আমি বক্তৃতায় বলেছি, ষষ্ঠ দফাতেই ২৩টা আসন পেয়ে গিয়েছি। ২০১৪ সালের আসন সংখ্যা পেরিয়ে গেলেও অবাক হব না।” সূত্রের খবর, অভিষেক বার্তা দেন, গণনাকেন্দ্রে শেষ পর্যন্ত পড়ে থাকতে হবে। বলেন, “শেষ ইভিএম গোনা পর্যন্ত থাকুন। ছেড়ে আসবেন না।
তিনি এদিন সমস্ত প্রার্থী, প্রার্থীর এজেন্ট, বিধায়ক সহ সমস্ত উচ্চ নেতৃত্বের সাথে ভার্চুয়াল মিটিং করেন। অভিষেক বার্তা দেন, “বাকিরা সতর্ক থাকবেন। যদি কেউ ক্লান্ত হয়ে যান তার বিকল্প তৈরি রাখবেন।” শনিবার শেষ দফার ভোট মিটতেই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের রিপোর্ট সামনে আসতে শুরু করে। মোদী বিপুল সংখ্যক জনাদেশ নিয়ে আবারও আসছেন, এমনই ইঙ্গিত মিলেছে সিংহভাগ এক্সিট পোলের রিপোর্টে। এদিনের ভার্চুয়াল বৈঠকে তিনি বার্তা দেন, “এক্সিট পোলে এর আগেও অনেক কিছু দেখিয়েছিল। পরে ফলাফল অন্য হয়েছে।” এখন অপেক্ষা ৪ তারিখ পর্যন্ত।