বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাংলার ‘মহাগুরু’ বলে খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী শনিবার ভোট দিয়ে বেরিয়েই বিদায় জানালেন রাজনীতিকে। ভোট কেন্দ্র থেকে বেরিয়েই তিনি বলেন, ‘আজকের পর আর রাজনীতিতে নয়।
চলে যাব সিনেমার জগতে।’ উত্তর কোলকাতা লোকসভা কেন্দ্রের ভোটার মিঠুন চক্রবর্তী। এদিন উত্তর কোলকাতা লোকসভা কেন্দ্রের বেলগাছিয়ার দত্ত বাগান ২২ নম্বর এলাকায় একটি বুথে ভোট দেন তিনি। আজ ভোট দিতে এসে মিঠুনকে খুবই অপমানিত হতে হয়। তাঁকে দেখে তৃণমূল কর্মীরা ‘চোর চোর’ শ্লোগান দেন।
ওদিকে ভোট দেওয়ার পর বুথের বাইরে এসে হাত জোড় করে মিঠুন চক্রবর্তী বলেন, আজকের পর আর রাজনীতিতে থাকবেন না তিনি। চলে যাবেন নিজের সিনেমার জগতে। মিঠুনের শরীরী ভাষা জানান দিচ্ছে, তিনি খুবই আহত ওই ‘চোর চোর’ শ্লোগানে। তবে তাঁর রাজনৈতিক জীবন যথেষ্ট বৈচিত্রের। ছোটো বেলায় তিনি যুক্ত হয়ে পড়েছিলেন নকশাল আন্দোলনের সঙ্গে। পরে বাম নেতা সুভাষ চক্রবর্তীর সঙ্গে থেকে তিনি হয়ে ওঠেন সিপিএমের সমর্থক। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভায় পাঠান। তখন তিনি তৃণমূল। গত কয়েক বছর ধরে তিনি বিজেপির হয়ে প্রচার করছেন। এবার বিদায় জানালেন রাজনীতিকে।