বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার নির্বাচন। কলকাতা উত্তর- দক্ষিণ সহ রাজ্যের আটটি আসনে নির্বাচন রয়েছে। আর এই নির্বাচন ঘিরে সতর্ক নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচনের আগেই আজ শুক্রবার একের পর এক জায়গা থেকে অশান্তির অভিযোগ।
বিশেষ করে ডায়মণ্ডহারবার লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। এমনকি খড়দাতে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা কাপড় ফেলে ভয় দেখানোর অভিযোগ।
শুধু তাই নয়, দফায় দফায় উত্তপ্ত যাদবপুর লোকসভার বিভিন্ন অংশ। সিপিএম এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ। এই অবস্থায় আগামীকাল শনিবার নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে। এর মধ্যেই বিশষ টোল ফ্রি নম্বর চালু করলেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবার তাঁকে প্রার্থী করেছে বিজেপি। অশোকবাবু জানাচ্ছেন, শনিবার নির্বাচনে মথুরাপুর লোকসভা আসনে সন্ত্রাস চালাতে পারে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা। এমনকি ভোগট লুঠের চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা।
বিজেপি প্রার্থীর দাবি, বহিরাগত দুষ্কৃতীরা ইতিমধ্যে এলাকায় ঢুকে পড়েছে। ভোটারদের ভয় দেখানো হচ্ছে। ভোট যাতে মানুষ না দিতে যায় সেই হুমকিও দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ অশোক পুরকাইতের। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ নেই বলে অভিযোগ। এমনকি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা। কিন্তু কী হবে তা নিয়ে সংশয় রয়েছে। আর সেজন্য এহেন পদক্ষেপ।
অশোকবাবু জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোওট দিতে যেতে পারেন এবং বিজেপির লোকজন যাতে ঠিক থাকে সেজন্য টোল ফ্রি নম্বর চালু। সমস্যায় পড়লেই বিশেষ নম্বরে ফোন করার কথা বলা হয়েছে। টোল ফ্রি নম্বরটি হল ১৮০০-১২০-২৭৩। বিজেপি প্রার্থীর অভিযোগ, রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে পরিচালিত করছে। পুলিশের একাংশ তৃণমূলের অঙ্গুলিহেলনে কাজ করছে বলেও অভিযোগ।
বলে রাখা প্রয়োজন, শষ দফায় শান্তিপূর্ণ নির্বাচন করাতে আরও বেশি সতর্ক হয়েছে নির্বাচন কমিশন। নজিরবিহীন ভাবে ৯৫০ কোম্পানিরও বেশি বাহিনীকে মোতায়েন করা থাকছে। এরপরেও কেন অশান্তির আশঙ্কা থাকবে? প্রশ্ন রাজনৈতিক কারবারিদের।