বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভয়ানক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন সিকিমে আসা পর্যটকেরা। গত তিনদিন ধরে পর্যটক দের রাস্তায় দিন কাটাতে হচ্ছে। এজেন্ট দের সাথে যোগাযোগ না করেই যারা সরাসরি সিকিম অথবা দার্জিলিং এ এসেছেন তাদের হোটেল এবং লজ না পেয়ে রাস্তায় দিন কাটাতে হচ্ছে।
তিনগুন ভাড়া দিয়েও হোটেল পাচ্ছেন না কেউই, বিষ্কুট যেটা কুড়ি টাকা দাম সেটা বিক্রি হচ্ছে ষাট টাকায়। ওয়াই -ওয়াই বিক্রি করছে আশি টাকায়। অনেকেই বেড়াতে যাবার আশা বন্ধ রেখে ফিরে যাচ্ছেন বাড়ির দিকে। এজেন্ট না নিয়ে এসে একা পরিবারের লোকজনদের নিয়ে আসতে গিয়ে একেবারেই সমস্যায় পড়ে যাচ্ছেন সাধারন মানুষ। না পাওয়া যাচ্ছে হোটেল,না খাবার জল না খাবার। প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে যাচ্ছেন অনেকেই।নিয়ম করে গিয়ে এখন একেবারে সমস্যায় পড়ে যাচ্ছেন সাধারন মানুষ। বাজেটের চাইতে তিনগুন টাকা গুনতে হচ্ছে তাদের। কোনভাবে এনজেপীতে পৌছে ফিরে যেতে পারলেই বেচে যান তারা। সবমিলিয়ে পর্যটকদের দুর্দশা কাটছে না পাহাড়ে।