বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পানীয় জল খাবেন না কেউই গতকাল মেয়রের এই নির্দেশ দাবানলের মতন ছড়িয়ে পড়ে গোটা শিলিগুড়ি শহর জুড়ে। গতকাল বিকেল থেকেই বেসরকারী জলের সংস্থাগুলির দাপাদাপি শুরু হয়ে যায়।
জল খাওয়া যাবে না এই নির্দেশ পৌছানো মাত্রই দৌড়াতে থাকেন সাধারন মানুষ। অনেকে জল কিনে নেন,আবার যাদের ঘরেই ব্যাবস্থা আছে তারা ঘরেই জল সঞ্চয় করতে শুরু করে দেন। যদিও মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই জানিয়েছেন আজ থেকে পাউচ প্যাকেটে শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে জল পাওয়া যাবে,তবুও কেউ আর ফেলে রাখতে চান নি এই কাজ। আজ সকাল থেকেই জলের ক্যান নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন শিলিগুড়ির মানুষ। শিলিগুড়ির কাঞ্চন জংঘা ষ্টেডিয়ামের সামনে জল নিতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনেকে।যদিও মেয়র বলেছেন দুই তারিখ থেকে পাওয়া যাবে পানীয় জল,তবুও মানুষ সেই ভরসায় না থেকে জল সঞ্চয় করতে শুরু করে দিয়েছেন।