বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যাদবপুরের বিজেপি প্রার্থী ড. অনির্বাণ গাঙ্গুলীর সমর্থনে ভাঙড়ে বুধবার শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিলো না পুলিশ। সভার প্রস্তুতি শেষ হবার পড়ে সভার অনুমতি না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতৃত্ব।
সাংবাদিক সম্মেলন করে বিরোধী দল নেতা বলেন, এটা তৃণমূল ও পুলিশের যৌথ চক্রান্ত। শুভেন্দু ও ড. অনির্বাণ গাঙ্গুলী বলেন, তৃণমূল ভয় পেয়েছে। ওদের পায়ের তলার মাটি সরে গেছে। তাই তৃণমূল পুলিশের সহযোগিতায় তাদের সভা করতে দেয় নি। গত ১২/১৩ বছরের তৃণমূলের অপশাসনের জবাব যাদবপুরের মানুষ দেবে। ভাঙড়ের মানুষ শান্তি চায়। কিন্তু ওখানে অশান্তি বজায় রেখে তৃণমূল এতদিন ভোটবাক্স বাড়িয়েছে। এবার আর তা সম্ভব হবে না। ওরা জানে তৃতীয় বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন। আর এটাও জানে যে এবার যাদবপুরের মানুষ পরিবর্তন চাইছে। তাই ভয় পেয়ে পুলিশকে দিয়ে বিজেপির সভা বন্ধ করেছে।