বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুন্যে একাধিক রাউন্ড গুলি চালিয়ে ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা।মালদার ভূতনি থানার হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুস্কৃতির ডাকাতির চেষ্টা।হাতে বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায়।
ওই এলাকায় অবস্থিত রয়েছে একটি রাষ্ট্র ব্যাংকের শাখা পাশাপাশি রয়েছে জুয়েলারির দোকান। আর সেগুলোতেই ডাকাতের ছক ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।তবে পুলিশের তৎপরতায় বিফলে ডাকাতির চেষ্টা।পুলিসের হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি। ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে।